Header Ads

  • Breaking News

    তিন বছর পরপর প্রাথমিক শিক্ষকদের বদলির পরিকল্পনা

    এক স্কুলেই সারাজীবন চাকরির সুবিধা আর নয়। প্রাথমিক শিক্ষকদের এখন থেকে প্রতি ৩ বছর পরপর হতে হবে বদলি। তবে শিক্ষকদের ভোগান্তি এড়াতে একই উপজেলার কাছাকাছি স্থানে বদলি করা হবে। এ জন্য একটি প্রস্তাব তৈরি করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নতুুন নিয়মে শিক্ষকদের কর্মস্পৃহা বাড়বে বলে দাবি করা হচ্ছে।

    Primary


    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল হোসেন সাংবাদিকদের জানান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ৩ বছর পরপর এক স্কুল থেকে আরেক স্কুলে বদলি করা হবে। এটি তিন বছর না হয়ে ৫ বছরও নির্ধারণ করা হতে পারে।

    এর আগে ২০১৯ খ্রিষ্টাব্দের ফেব্রুয়রি মাসে গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন রাজধানীর সিরডাপ মিলনায়তনে কারিতাস আলোঘর প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃাকালে বলেছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন বছরের বেশি এক বিদ্যালয়ে রাখা হবে না। অনেক শিক্ষক একই বিদ্যালয়ে বছরের পর বছর ধরে চাকরি করায় নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকছেন না। অনেকে আবার ৯ বা ১০ বছরও একই বিদ্যালয়ে থাকায় ক্লাসেই আসেন না।

    বাংলাদেশের সকল চাকরির সার্কুলার সবার আগে পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
    join


    No comments

    close