জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ_রিলিজ_স্লিপের অনলাইন আবেদন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তিঃ
Masters Admission |
★ অনলাইনে আবেদন করা যাবেঃ ২য়_ও_সর্বশেষ_রিলিজ_স্লিপের_অনলাইন_আবেদন_১৩_অক্টোবর_বিকাল_৪টা_থেকে_শুরু_হয়ে_১৯_অক্টোবর_২০২০_তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
যে
সকল আবেদনকারী ক) মেধা তালিকায় স্থান পায়নি; খ) মেধা তালিকায় স্থান পেয়েও
ভর্তি হয়নি গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল
আবেদনকারী মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন
করতে হবে।
★ কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি,সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
মাস্টার্স প্রফেশনাল কোর্সসমূহঃ
★ এল এল বি ১ম পর্ব
★ পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্ণালিজম
★ ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স
★ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স
★ মাস্টার অব বিজনেস্ এ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ)
★ এম বি এ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং
★ মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি এন্ড পুলিশ ম্যানেজমেন্ট
★ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স
★ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফটোগ্রাফী
★ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মিউজিক
★ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন থিয়েটার স্টাডিজ
বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলঃ http://app1.nu.edu.bd/.../NOTICE_MAS_PROF_20_21_111020.pdf
Masters Admission |
No comments