Header Ads

  • Breaking News

    অবশেষে অনুষ্ঠিত হতে পারে জাতীয় বিম্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাগুলো

    করোনার কারনে দীর্ঘ দিন ধরে বিভিন্ন পরীক্ষা স্থগিত রয়েছে। তেমনিভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স-মাস্টার্সের পরীক্ষাও স্থগিত রয়েছে।

    National University
    National University

     



    নভেম্বর মাসের শেষের দিকে অনার্স ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষা নিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। কুবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, চলমান পরিস্থিতিতে যে সেশনজট তৈরি হয়েছে সেটি কমিয়ে আনার লক্ষ্যে অনার্স ও মাস্টার্সের ফাইনাল পরীক্ষা নিতে বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানের সমন্বয়ে একটি কমিটি করে দেয়া হয়েছে।

    কমিটির উত্থাপিত বিষয়গুলোর আলোকে আগামী ২৫ নভেম্বর সিন্ডিকেট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই পরীক্ষা শেষ হলে পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

    তিনি আরও বলেন, আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি বিভাগকে পরীক্ষা নিতে প্রস্তুতি নেয়ার জন্য চিঠি দেয়া হবে।

    তবে পরীক্ষা নেয়ার সময় আবাসিক হলগুলো বন্ধ থাকবে এবং সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই পরীক্ষা নেয়া হবে। এক্ষেত্রে সর্বোচ্চ তিন থেকে চারটি বিভাগের পরীক্ষা একত্রে নেয়া হবে বলেও জানান রেজিস্ট্রার।

    বাংলাদেশের সকল চাকরির সার্কুলার সবার আগে পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
    join


    No comments

    close