জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষা শুরু ১৬ জানুয়ারি থেকে
করোনা মহামারির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ খ্রিষ্টাব্দের অনার্স চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষাগুলো আগামী ১৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এসব পরীক্ষা চলবে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক মো. ফয়জুল করিম।
Hons 4th Year Exam News |
তিনি আরও জানান, এ পরীক্ষা
প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সূচি জাতীয়
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য যে, করোনা মহামারির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ খ্রিষ্টাব্দের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর সেই স্থগিত পরীক্ষা আবারো শুরু হতে যাচ্ছে। যদিও এর মাঝেই প্রাথমিক শিক্ষক নিয়োগের একটা বড় সার্কুলার হাতছাড়া হয়েছে তাদের। তবে শর্ত সাপেক্ষে ৪৩ তম বিসিএস এ আবেদনের সুযোগ থাকছে।
এই পরীক্ষাটি অনুষ্ঠিত হলে একটা বড় ধরনের চাপ থেকে বাঁচবে বলে জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীর একাংশ। যদিও তাদের অনেকটা সময় নস্ট হয়েছে তবুও এই সংবাদে তারা খুশি বলেই জানা যায়।
এখন অপেক্ষা শুধু রুটিন প্রকাশের।
সুত্রঃ দৈনিক শিক্ষা
নিয়মিত আপডেট পেতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড পেজটিতে জয়েন করুন
পেজটিতে জয়েন করতে এখানে ক্লিক করুন
আমি ২০১৮ এর এক সাবজেক্ট F ছিলো, ১৫-১৬ হওয়ার কথা ছিলো কিন্তু করোনার জন্য বন্ধ এখন আমি কি করবো
ReplyDelete