Header Ads

  • Breaking News

    জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির তথ্য (২০২০-২০২১) শিক্ষাবর্ষ জেনে নিন

     👇👇জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির তথ্য (২০২০-২০২১) র্শিক্ষাবর্ষঃ
    ""আশাকরি চলতি মাসে ভর্তি সার্কুলার প্রকাশিত হবে"" তবে আবেদন সহ জরুরী কিছু তথ্য নিম্নে দেয়া হল👇

    national university admission
    national university admission

     


    ► কলেজ নির্বাচন করার পূর্বে যেসব বিষয় মাথায় রাখতে হবে এবং আবেদনের যোগ্যতা সম্পর্কে কিছু ধারনা দেওয়া হল নিম্নরূপ-
    ⭕২০২০-২১ সেশনে ভর্তির জন্য আবেদনের যোগ্যতাঃ
    এসএসসি পাশের সনঃ ২০১৭এবং ২০১৮।
    এইচএসসি পাসের সনঃ ২০১৯ এবং ২০২০।
    ⭕মানবিক শাখার জন্যঃ
    এসএসসিঃ ২.৫০
    এইচএসসিঃ ২.৫০
    ⭕সাইন্স এবং কমাসঃ
    এসএসসিঃ ৩.০০
    এইচএসসিঃ ২.৫০
    উল্লেখিত পাসের সন এবং জিপিএ না থাকলে আবেদন করতে পারবে না।পূর্বে নিয়ম অনুযায়ী।
    ► শিক্ষার্থী প্রথমে ১টি মাত্র কলেজে আবেদন করতে পারবে👈
    বিঃদ্রঃ প্রথম অবস্থায় চান্স না পেলে পরবর্তীতে ৫টি কলেজে আবেদন করতে পারবে😀 এর পর ১০টি কলেজে অাবেদন করতে পারবে হতাশ হওয়ার কিছুই নেই😊
    ⭕ কলেজ নির্বাচন করার পূর্বে যেসব বিষয় মাথায় রাখতে হবেঃ
    ✅১. এসএসসি এবং এইচএসসি দুটো মিলে কেমন পয়েন্ট আছে।
    ✅২. এমন কলেজ চয়েজ তালিকায় রাখতে হবে যেন প্রথম অবস্থাতেই চান্স হয়ে যায়।
    ✅৩. বিষয় চয়েজ করার সময় পছন্দের বিষয় গুলো প্রথম তালিকায় রেখে বাকী গুলা দিতে হবে।
    🔥 যাদের মোট পয়েন্ট ৬ এর কম আছে তারা ভালো কলেজে অাবেদন না করাই উত্তম ।☝
    অথবা ডিগ্রী তে ভালো কলেজে ভর্তি হয়ে যেতে পারো।
    🔥 যাদের মোট পয়েন্ট ৬-৭ এর মধ্যে তারা অনেক ভালো কলেজ এবং ভালো বিষয় দিয়ে চয়েজ করলে চান্স হবে না😑
    এজন্য প্রথমে নরমাল কলেজে চয়েস করা যেতে পারে.. হোক সেটা বেসরকারি কলেজ👀 কেননা সরকারি কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা মাত্র ৪০% ll
    🔥 আবার যাদের মোট জিপিএ পয়েন্ট ৭.৫০ থেকে ৮.৫০ আছে- তারা মোটামুটি ভালো কলেজ চয়েস করতে পারেো❤ তাদের চান্স পাওয়ার সম্ভাবনা ৮০% থাকে👍
    🔥 যাদের মোট জিপিএ পয়েন্ট ৮.৫০-১০ আছে তাঁরা একদম ভালো কলেজে ভালো বিষয় চেয়জ করে আবেদন করতে পারো😇
    🔥 আবেদন করতে লেট করলে পরে নিজেকেই প্রস্তাতে হবে..একই কলেজে আবেদন কারীদের মধ্যে যাদের ফলাফল ভালো তারাই প্রথম সুযোগ পাবেন💯
    📣📣 উল্লেখ্য যে ইংরেজি/গণিত বিষয় পেতে চাইলে অবশ্যই যেন মোট ৯ পয়েন্ট থাকে..আর বিজ্ঞান বিভাগের বিষয়গুলো পেতে চাইলে মোট পয়েন্ট থাকতে হবে ৮.৫০-১০ ll
    →এর পরেও যদি দুই বা ততোধিক আবেদনকারীর প্রাপ্ত ফলাফল একই হয়, তা হলে যার বয়স কম হবে তাকে অগ্রাধিকার দেয়া হবে 😯
    💥বি:দ্র: আবেদন করার সময় দেখতে পারবে কি কি সাবজেক্ট আছে আপনার সিলেক্ট করা কলেজে এবং আপনার গুরুপ ও পয়েট অনুপাতে সাবজেক্টগুলো শো করবে ll

    বাংলাদেশের সকল চাকরির সার্কুলার সবার আগে পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
    join


    No comments

    close