Header Ads

  • Breaking News

    অ্যাসাইনমেন্ট নিয়ে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করানো হতে পারেঃ উপাচার্য

     জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের যোগদান পর
    ✅ পরীক্ষা গ্রহনের পরিকল্পনা হিসেবে জানালেন, ভ্যাকসিন যদি শতভাগ নিশ্চিত করতে নাহও পারি, যেহেতু দেশে পরীক্ষার কেন্দ্র সংখ্যা অনেক, দূরত্ব বজায় রেখে পরীক্ষা গ্রহন করতে পারবো।


    👉 একইসাথে আরেকটি পরিকল্পনার কথা জানান, একই শিক্ষার্থী পরীক্ষা দিতে নাহ পারলে,যেহেতু সে একই বর্ষে ২-৩ বছর থেকে যাচ্ছে, একটা নীতিগত সিদ্ধান্ত হিসেবে শুধু ১ম বর্ষের শিক্ষার্থীকে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে ২য় বর্ষে উত্তীর্ণ করানো হবে(যদিও তা সবাইকে নাহ,যারা অ্যাসাইনমেন্ট ভালো করবে) এবং সেই সাথে শর্ত_থাকবে ৪র্থ বর্ষের মধ্যে অর্থ্যৎ,৪ বছর মেয়াদি অনার্স বা ডিগ্রি কোর্সের মধ্যে তার সমস্ত পরীক্ষা সম্পন্ন করতে হবে। 


    ✅ গতকাল একাত্তর টেলিভিশনের এক ভার্চুয়াল সাক্ষাৎকারে এইসব সিদ্ধান্তের কথা জানান জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

    nu vc
    nu vc

     

     

    বাংলাদেশের সকল চাকরির সার্কুলার সবার আগে পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন
    join


    1 comment:

    close